ঠোঁটের নিচে কালো তিলে
আটকে থাকে মন
রুক্ষ পথের নীরব পথিক
দাড়াঁয় কিছুক্ষণ
সাদা হাসির নীল কবিতায়
আধাঁর-আলো ছবি
পাগল করা প্রেমের ডাকে
পথিক তখন কবি
শাড়ীর ভাঁজে শরীর লুকোয়
ইচ্ছেরা সব পাখি
ঝোড়ো হাওয়ায় অবাধ্য ঠোঁট
গোপন ক'রে রাখি
ক্লান্ত পথিক হালকা নেশায়
খোঁজে ধ্রুবতারা
ঠোঁটের নীচে কালো তিলে ই
দৃষ্টি দিশাহারা
ঝড় উঠেছে দিগ্ বিদিকে
পথিক আবার একা
ভালোবাসার স্বপ্নপথে
শুধুই কাব্য লেখা