স্পটে থিকথিক করছে কৌতূহলী ভিড় ,
রাস্তার ধারে সার বেঁধে দাঁড়ানো ও ভি ভ্যান
প্রস্তুত ঘটনার মূলধনী মুনাফা লুটে নিতে l
স্টিল শাটারের লেন্সে ঘনঘন ক্লিকের ঝলক
ফ্রেমবন্দী করে চলেছে ঘটনার অজস্র মুহূর্তের l
প্রেস রিপোর্টারের কলম তৈরী শর্টহ্যান্ড নিতে l
আয়রন করা পাঞ্জাবি ফতুয়ায় ক্লিন শেভড কুশীলবরাও হাজির যথাসময়ে ঝোড়ো হাওয়া পালে
টানতে !
লোহা গরম থাকতেই হাতুড়ির ঘা মারা চাই !
মুহূর্তে গরমাগরম প্রতিক্রিয়া প্রত্যাশী ক্যামেরা ব্যুমের তৎপরতা বাড়ে...
একের পর এক বাইট...
বিভিন্ন খাদির অভিন্ন স্টেটমেন্ট,
টুকরো কোলাজে এক বক্তব্য ঘুরে আসে বারেবারে,
" ও আমাদের লোক "....
" খুঁজে দেখুন,ওর ইতিহাস বলবে,ও আমার দলের একনিষ্ঠ কর্মী ছিল " ...
এত ভিড়ের মাঝে,
সদ্যমৃত এক তরুণের রক্তাক্ত মৃতদেহ
তখনও পড়ে রাস্তায়,
আলটপকা জীবন খোয়ানো,
বেওয়ারিশ লাশের মতো !
ভিড় থেকে একটু তফাতে,
উস্কোখুস্কো চুলে হাপিত্যেশী এক বৃদ্ধ
তখনও প্রতীক্ষারত l
একটু পরেই এ ভিড় খুঁজবে নতুন গন্তব্য l
পেছনে ফেলে যাবে তাঁর ছেলের লাশ ll
কেউ জানবে না,
দূর দূরান্ত পর্যন্ত
রাজনীতির সঙ্গে কোন যোগ ছিল না ছেলেটার !