উলুখাগড়ার জীবন আমাদের l
তোমরা এ অরণ্যে মহীরুহ,
তোমরা চিরকাল দুর্বিনীত ঔদ্ধত্যে মাথা তুলেছ
আর স্বার্থান্ধ শাখা প্রশাখা মেলে কেড়েছ আমাদের মাথার আকাশ l
আমরা মাটির কাছাকাছি, চির অবনত
অনন্তকাল ধরে পড়ে আছি তোমাদের পদতলে দুর্ভেদ্য অন্ধকারে !
বারে বারে ব্যর্থ প্রার্থনায় ভিক্ষা চেয়েছি জীবনধারণের ন্যুনতম প্রয়োজনীয় আলো বাতাসটুকু
জবাব পাইনি কোনো !
আলো বাতাসের অভাবে আমাদের সালোকসংশ্লেষহীন জড়াজীর্ণ অপুষ্টির শরীর ক্রমশঃ হলদেটে অতিদাহ্য হয়ে ওঠে !
শ্বাসরুদ্ধ প্রতিক্ষায় থাকি কোন এক আকস্মিক অগ্নিষ্ফুলিঙ্গের,
দধীচির আত্মত্যাগে সর্বগ্রাসী সে দাবানলের চিতায় তোমাদের জীবন্ত পোড়াবো বলে l
তৈরী থাকো...
নতুন প্রবাদের প্রসবকালীন বেদনায় ছটফট করছে সময় ll