১)
  জীবন তো এক ট্রাপিজের খেলা,জীবন এক অর্থে
  অজানা উজান;ভাসবো সুদূর বাঁচার আবর্তে l
  কখনো চরাই-উৎরাই ভেঙ্গে তৃণ সমতল ভূমি
  জীবন এখানে বন্ধু,মরন অতিথি ও মরসুমী l
   চলা যে জীবন,থামাই মরন; পরম সানন্দে
  ছেড়ে যাবো পথ,হবে মহরৎ বাঁচার আনন্দে ll

২) ধর্ম বলছে ওহে মনুষ্য ঈশ্বরে করো ভয়
    মানবতা বলে ভয়ের ধর্ম আমার ধর্ম নয় l
    ফাঁপড়ে পড়লে ধর্মের মুখে মানবিকতার ডাক
  মানবতা যদি শেষ কথা,তবে ঘুড়িয়ে ধরিনা নাক l
    
৩)  
এমনও অনেক কবিতা প্রবাদ,কবির নাম অজানা
অথচ লোকের মুখে মুখে ফোটে খই
সৃষ্টিতত্ত্বে বিশ্বাসী আমি,স্রষ্টাতত্ত্বে নই ll