ততক্ষণ কৌশল সত্য,ততক্ষণ ছক্কা পাঞ্জা পুট
ততক্ষণ শোষন সত্য,ততক্ষণ বহু গোল্লাছুট l
ততক্ষণ ততক্ষণ ততক্ষণ এ প্রনয়ের পাশা
ততক্ষণ হ্যা ততক্ষণ,যতক্ষণ না ফোটে জিজ্ঞাসা l
ততক্ষণ শ্মশান সত্য,শান্তি সত্য,সত্য রক্ত হোলি
ততক্ষণ তঞ্চকতা,বসন্তের গায়ে নামাবলি l
ততক্ষণ এ গনতন্ত্র হিংসার হাঁড়িকাঠে পাঁঠা
তোমার চাবুক সত্য যতক্ষণ না ফোটে ডোরাকাটা l
যতক্ষণ অর্ধসত্য,তুমি সত্য,সর্বত্রগামী
তোমার প্রচার সত্য,যতক্ষণ না মাটি মুক্তিকামী l