জ্যাঁ খসা জ্যামিতি মূঢ় টংকারে করেছিল শোধ
মা'য়ের দুধের ঋণ l সাদাতের পাগলা গারদ
সপ্রশ্ন দৃষ্টিতে এখনো কি খুঁজে তুমি চলো
টোবা টেক সিং বলো কোথায় তোমার দেশ বলো l
আঁধার তূণীরে বিস্মৃত বহু টোবা টেক সিং
জানবে না জানবে না ধর্মের ছট হিং টিং
অপাপবিদ্ধ ঘাসজমিন কী পাপে হল দাহ
নীরব পুতুল ভগবান,যীশু আর আল্লাহ
মানুষ পাগল তাই পাগল গুনবে গুনাগারি
টোবা টেক সিং বলো কোথায় তোমার দেশ বাড়ি l
মহাফেজখানা কাঁটে যে যার মতোন চোরা ঘূন
এখন পোষাকি নাম মুহাজির,স্রেফ মালাউন
অথবা বহিরাগত l মরে ভূত আদার ব্যাপারী
নিখোঁজ জাহাজ নেই অক্ষত আর কোনো পাড়ই l
দু'চোখে মুক্তোদানা কেবল আনত টলোমলো
টোবা টেক সিং বলো কোথায় দাঁড়াবে গিয়ে বলো l