হাল ফ্যাশনের জীবন খাতার জাবেদা পাতা
নতুন বুনোটে আখর সাজাই,সে মান্ধাতা l
ভেঙে গড়ি পিটি হরফ,কোলন,কমা,হাইফেন
কলমের মুখে ভেসে ওঠে নাম সালকু সোরেন l
রাঢ় বাংলার সুখ দুঃখের কুড়াই ঝিনুক
ভাববাচ্যের রাজপথে ভাসে ফ্যালানীর মুখ,
ছিটমহলেই মিস করে যাই প্রগতির ট্রেন
কাগজের বুকে ভেসে ওঠে নাম সালকু সোরেন l
হোগলা বনের জঙ্গলে বাঁধা ঝিঝির কোরাস
কাব্যনদীর তীরে তীরে নদী ভাঙ্গনের গ্রাস,
শালবল্লার খুঁটিতে ঝোলানো নেভা হ্যারিকেন
সংখ্যার আমি,সংখ্যার তুমি সালকু সোরেন l
ভাবগঙ্গা না,বাস্তব স্রোতে আলো-আঁধিয়ার
আসেনা নত্ত্ব-সত্ত্ব,মাত্রা,প্যাঁচ পয়জার,
ভাবি দেখা দেবে ছন্দরমনী বনলতা সেন
চোখে ভেসে ওঠে হাজার ফ্যালানী,সালকু সোরেন l