বড় আবাসন,নাম কনকাঞ্জলী
পাশে আঁকাবাঁকা সরু কানা এক গলি l
সেবারের আকালের পর থেকে আর
এপথে আসেনি কেউ l বসেনি বাজার l
একুশের রাজপথে একুশের আইন
অকারনে পথে এলে মোটা টাকা ফাইন l
"সরকার আছে পাশে"-বলাটা সহজ
কদাচিৎ নিয়ে গেছে কেউ ডাক খোঁজ ,
এক নামে চেনে লোকে ঠিকানা l এখন
নিঝুম শ্মশান গলি, পাশে আবাসন l
সস্তা লিপিস্টিকে নিয়নের সুখ
এখন অতীত l তবুও যে লাগে ভুখ l
রাস্তার "আইটেম",রাস্তার "মাল"
কাজ চেয়ে জুটেছিলো শুধু গালাগাল l
খবরে সবাই ছিলো সকলের পাশে
পথের দেবীরা চির অজ্ঞাতবাসে l
শহরতলীর যাঁরা দাঁড়াতো এখানে
কোথায় কীভাবে আছে ভগবান জানে l
এবেলা রেশন,ওবেলার টাইম কল
এখন ভরসা l শেষ সব সম্বল l
শুনি, ইতিহাস ভাঙ্গে কথা ও কাহিনী
নতশিরে আজকের নটী বিনোদিনী l
"কতবার বাবুদের করেছি তোয়াজ
মাগনার ভিখ নয়,বাবু দাও কাজ l
ও পাড়ার বাবুরা যে অতি সজ্জন
রাখলো না, গিন্নীমা পাঁছে গোঁসা হন l
ঘেঁষবে না ত্রিসীমানা,আনাচে-কানাচে
কেননা এ রোগ নাকি ভীষণ ছোঁয়াচে l
বক্তিমে দিলে বাবু,কাড়লে না রা
"গতর আছে তো,মাগী খেটে খেঁ গে যা"l
এখন বল্ না তুই ,আপদ বালাই
গতর ভাঙাই,কই গতর ভাঙাই l"
"কেউ তো আসেনা কেনো আসিস রে তুই
নষ্ট মাগীর এটা বিদেশ বিভুঁই,
তেরাত্রি জ্বরে ভুগে মারা গেলো ছেলে
গতকাল দে এসেছি মুখে নুড়ো জ্বেলে l
যা দূরে যা,বার বার আসিসনে তুই
আমরা যে বাবুদের বিছানায় শুই l"
বললেম, আমি যে আঁধার ভালোবাসি
তাই তাঁর ডাকে বার বার ফিরে আসি l
আঁধারের কেউ হই.যেন ভুলি না
লোকে যাঁকে মাগী ডাকে,সে আমার মা l