সেদিন শিশির ভেজা পায়ে হাঁটা পথের কিনারে
নামহীন ফুল এক ফুটেছিলো বড়ো অনাদরে
অভিজাত গোলাপের বাগিচায় ; ভীরু লজ্জায়,
সদ্য ফোটা সন্দিগ্ধ চোখে তার ঘোর বিস্ময় l
আনকোরা দুনিয়াটা দৃশ্যত লাগে সুন্দর
বেনামী জীবনপথে শুরু হল অজানা সফর ll
জীবন এগিয়ে চলে, থেমে নেই এখানে সময়
গোলাপের রাজ্যকে জানাল সে নিজ পরিচয় l
জবাব পেল না কোনো, গোলাপ চায়নি তার সখ্য
কেননা সে নামহীন, গোলাপের নয় সমকক্ষ l
প্রথম আবির্ভাবে জানলো সে এখানে নগণ্য
সীমাহীন নীরবতা, অবজ্ঞা রাখা তার জন্য l
তবু যেন মনে হয় ব্রাত্য সে নয়, এ মাটির
আলো হাওয়া রস-পুষ্ট সে তো একজন পৃথিবীর l
নির্দয় এ কাননে হতে পারে নিতান্ত ক্ষুদ্র,
তবু তো ক্ষুদ্র প্রানে চঞ্চল জীবন সমুদ্র l
" জাগবার দিন আজ ",সংকেত হাওয়ায় হাওয়ায়
দুলে দুলে পৃথিবীকে দিয়েছিল মৃদু ইশারায় l
ভুলেছিল জীবনটা তার নয় সযত্নলালিত
দুর্গত প্রাণ তাই বারে বারে হল পদদলিত,
ফুলেদের সমারোহে সেদিনের শেষ সূর্যাস্তে
খবর রাখেনি কেউ, ঝরা ফুল চেয়েছিল বাঁচতে,
নিদারুণ আঘাতের ক্ষত নিয়ে যাবার বেলায়
শেষ হেসে বলেছিল "ভালো থেকো বন্ধু, বিদায়" l