"বলা নেই কওয়া নেই কে কখন ঢোকে হুটপাট
বেশীকিছু নয়,জড়ো করে ইট কাঠ,
বন্ধ করে দিন l
নিত্য আতঙ্ক সঙ্গী দমবন্ধ হাঁসফাঁস,
ভাল্লাগে না আর ভাইরাস ভাইরাস...
যা হোক তা হোক করে কেটে যাবে দিন,
একমত এপাড়ার নবীন প্রবীন
সদর রাস্তাখানা এক্ষুনি বন্ধ করে দিন ll"
তথ্য এল সূত্র মারফত
রাতারাতি বন্ধ ঢোকা বেরুনোর পথ ll
যখন শহর জুড়ে সর্বত্র প্রচারের ঢেউ
এখানে সকলে বাইরে...দেখে নিতে
বাড়ীর বাইরে আসেনি তো কেউ ?