আজ ছদ্মবেশী সব স্বতস্ফূর্ত গনরোষ,
আজ পৈশাচিক উন্মত্ততায় প্ররোচিত উল্লাসের ভাষা
আজ জিঘাংসা সব পুষিয়ে নেবার দিন,
তাই গুড়িয়ে দাও,ভাঙো লেনিন !!!
আজ মন বলেছে মারের বদলা মার,
আজ প্রতিরোধ খোঁজে যোগ্য প্রত্যুত্তর...
আজ স্মরণীয় হোক হিংসিত প্রতিরোধ,
তাতে কলুষিত হয় হোক শ্যামাপ্রসাদ !!!
আজ চুলোয় উঠুক সব আদর্শবাদ,
আজ অসুস্থতার প্রতিযোগিতাই হোক,
আজ ভাঙো সব স্ট্যাচু,কেউ পাবে না ছাড়,
তা সে যতই হোক না আম্বেদকর বা পেরিয়ার !!!