চৌখুপরিতে শশব্যস্ত হুটারের সাইরেন
ক্যামেরার চোখাচোখি অপলক নোনতা জলের ছাপ l
দিক দিগন্তে ত্রাহি ত্রাহি রব -অমিল অক্সিজেন,
বুকের হাপরে হাতুড়ি পিটছে পরিস্থিতির চাপ l
ঢেউয়ের পরে ঢেউ এনে দেয় বিস্মরণের স্মৃতি,
কোলের ওপর ঝোল টেনে আজ সব সাধু সজ্জন l
ঝাপসা মনের ক্যানভাসে এক নিঃস্ব প্রতিকৃতি
এক এক করে পথ হেঁটে যায় পাশের মানুষজন l
প্রতিদিন মরে মরে এ জীবন বাঁচতে শেখা
মুহূর্ত থেকে মুহূর্তে পথ ছুটে চলা অবিরাম,
পদাতিক পথ খুঁজে নেবে ঠিক আলোকরেখা
জীবন মানে তো খড়কুটোদের আমরন সংগ্রাম l