যদি বলি ' আমি ',
বহুস্বর কবে
হুহুংকার রবে,
কি সাংঘাতিক !
আত্মকেন্দ্রিক,
এটার মস্তিষ্ক জুড়ে বদ্ধ পাগলামি l
জানি আমি জানি,
স্রোতের বিরুদ্ধে গেলে নিশ্চিত হয়রানি l
তবু মানি আমি,
প্রতিটি সমুন্নত আমি,
কালের তরঙ্গ মাঝে কি ভীষণ দামী l
উজ্জ্বল সমাজ স্বপ্নে দেখ ?
ঈর্ষাকাতরতা নয়, প্রত্যয়ী আমি হতে শেখো l