জয়োল্লাসের আবীরে পথ রঙীন,
স্বজন হারানো দুচোখে এখনো জল,
গনতন্ত্রের চেতনা সংজ্ঞাহীন,
লিখে যাবে এক জঘন্য ফলাফল !
শুধু একবার বুকে হাত রেখে বলো,
যেটা চেয়েছিলে,সেটাই পেয়েছো কিনা l
জেনো, রক্তের প্রতি ফোঁটা রেখে গেল,
সময়ের বুকে অনুচ্চারিত ঘৃণা ll