জীবনের চেয়ে বড় কোনো ছায়াছবি ?
ভুল ভেঙ্গে যায় প্রত্যহ,দৈনিক,
আদিখ্যেতায় পারবো না হতে কবি
অহোরাত্রির ক্ষুধার্ত সৈনিক l
তৃতীয় বিশ্বে খুঁজে ফিরি নুন ভাত
মৃদু ছন্দের দ্যোতনা দিগ্বিলীন,
বিভীষিকাময় এই গোলার্ধে রাত
অপর প্রান্তে আলো ঝলমলে দিন l