সবিনয়ে নিবেদন আপনাকে হে রাজাধিরাজ,
সার্থক শাসন আপনার রাজধর্ম কতিপয়
স্তাবক আর লুম্পেনের বেহুদা স্বর্গ মনে হয়
অধুনা গনপ্রহার পথে ঘাটে নতুন রেওয়াজ
জনাব অধম অতি নগন্য প্রান্তিক চাষী
জাতিতে সংখ্যালঘু,প্রান ভয়ে করি রাম নাম
ভিনদেশী নই, আমি এদেশের মাটি ভালোবাসি
তবু কেন মনে হয় স্বদেশের বন্দী গোলাম?
দিন আনি দিন খাই,বিরোধের পরিনাম জানি
ইতি আপনার এক অনুগত অমেরুদন্ডী প্রানী
পুনশ্চঃ হুজুর আজ বিশ্বাস ভীষণ রকম
এ দুনিয়া শক্তের ভক্ত আগাগোড়া নরমের যম ll