শ-শ-শ্   শুনশান পথ,রাত নয় এটা দিন,
            বারুদে বাতাসে মৃত্যুর পরোয়ানা,
            স্তব্ধ শ্মশানে কেবল প্রহর গোনা,
            রক্তপাতের প্রবল সম্ভাবনা,
তাই       সব চুপচাপ! ভোট দেওয়া আজ মানা !

শ-শ-শ্   সাবধান আজ উত্তর দক্ষিণ,
            তীক্ষ্ণ দৃষ্টি,আকাশে ঘুরছে চিল,
            লুটেরা ব্যস্ত করতে কাজ হাসিল,
            ব্যালটের বুক রক্তে রাঙা দলিল,
তাই       ভাষা হারালো এ স্তব্ধ ভোট মিছিল  !

শ-শ-শ্   সন্ত্রাস আজ ভুলেছে রক্ত ঋণ,
            সব আগ্নেয়াস্ত্র মৌনতা ভেঙে ক্রুদ্ধ,
            আজ স্বজন হারানো কান্নারা বাকরুদ্ধ,
            আমার ভারত তোমায় ভুলেছে বুদ্ধ,
তাই       রক্ত চেয়েছে আজকে এ ভোটযুদ্ধ !

শ-শ-শ্   আজও দুর্বৃত্তরা এদেশে ক্ষমতাসীন,
            কুমারী আঙুল পায় নি কালির ছাপ,
            তবু চেতনায় উজ্জ্বল গনতান্ত্রিক সংলাপ,
            সময়ের দাবী,ঘুচুক এ অভিশাপ,
তাই       শপথ আগামী রক্তই ধোঁবে রক্তেরাঙা এ পাপ l



******************************
আজকের দিনটি আজীবন স্মরণে থাকবে l
রক্তাক্ত নির্বাচনে গনতান্ত্রিক অধিকার হারালাম l
ধিক্কার জানাই বর্বরতাকে l যারা মৃত তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইলো l
******************************