এটাকে চালাবো আমি "হিন্দুরাষ্ট্র" বলে
তুমি চাইবে ওটা হোক "ইসলামিক ষ্টেট",
প্রত্যেকে চাইছে মাটি ধর্মের দখলে
সভ্যতাকে আর কত রক্ত দেবে ভেট ?
না আমি মানিনা আমি ধর্ম অন্তঃ প্রান
না মানিনা ধর্মরাষ্ট্র l ধর্ম ব্যক্তিগত l
এটুকু যথেষ্ট আমি মনুষ্য সন্তান
চেতনায় যার দেশ বিভাগের ক্ষত l
ভালো তো লাগে না আর একি কথা বলা
সকলে তা জানে, তবু ধর্ম বাড়ে দ্রুত,
যে ধর্ম মাটিকে করে রোজ রজস্বলা
বলতে পারো সে ধর্ম কার মস্তিষ্কপ্রসূত ???
চারিদিকে নির্বিকল্প শব্দকল্পদ্রুম
স্থায়ী হবে কতদিন এই শীতঘুম...?