এরপর কিছু ঘোষিত ইশতেহার
বল্গাবিহীন ছোটালো অশ্বমেধ
এরপর কিছু হুজুগে ঘোড়সওয়ার
নির্দেশ দিলঃ ঘাসেদের উচ্ছেদ l
এরপর কিছু খাপ খোলা তলোয়ার
কিছু এলোমেলো চিৎকার,কিছু ঘুম
এরপর কিছু অবসাদে নোয়া ঘাড়
নীরবে জানালঃ "আজ্ঞে, যে হুকুম"l
এরপর কিছু মৃদু জোনাকির আলো
সুদূর আকাশে অবাক কালপুরুষ
নীচে আবছায়া রাত্রি নিকষ কালো
নো ম্যানস ল্যান্ডে দাড়ালো কিছু মানুষ l
দরজা বন্ধ! দেশ দেশান্ত হতে
কাতারে কাতারে এখানে জুটল কারা
এরপর এক পৃথিবী আলোর স্রোতে
আর এক পৃথিবী বেবাক,সর্বহারা ll