এখনো তোমার দিগন্তব্যাপী প্রসারিত নীলাকাশ,
মাঠ-ময়দান,খেত-খলিয়ান হাতছানি দেয় রোজ
এখনো তোমার ফসলে ফসলে ব্যাপক দীর্ঘশ্বাস
এভাবে বাঁচার চাইতে লেগেছে মৃত্যু ঢের সহজ l
যদিও তোমার উষ্ণ বক্ষে উদার অর্থনীতি
তথাপি আলোকবৃত্তে মুষ্টিমেয়রা কি উন্নত !
যোনির আঁধার বস্তিপ্রদেশে বিপন্ন ক্ষয়ক্ষতি
অনাদায়ী ঋণ ঘাড়ে পৃথিবীতে আসলো সদ্যোজাত !
লাঙলের নখে দিল নবান্ন শস্যের খতিয়ান
অজপাড়াগা'র উঠোনে এখনো কোনো গেরস্থ বঁধূ
ব্যাকুল নয়নে চেয়ে পথপানে ঠায় প্রতীক্ষমান
সকলে তো এলো,কেন ফিরল না তাঁর প্রিয়জন শুধু !
ছেঁড়া কাঁথা আর অভুক্ত পেটে যারা খুঁজেছিল চাঁদ
ক্রমশঃ তাদের দিনের সূর্য বিলীন অস্তাচলে
ধর্মের নামে বলিপ্রদত্ত কতক নিরপরাধ
কিছু প্রাণ গেল দেশভক্তির রাষ্ট্রীয় জাঁতাকলে l
খড়্গহস্তে বাক-স্বাধীনতা উধাও,নিরুদ্দেশ
শিরদাঁড়া সোজাসুজি করে যাঁরা হেটেছিল আপ্রাণ
এখনো তোমার বিচারপ্রার্থী পানসারি, লঙ্কেশ
প্রমাণ করেছ ক্ষমতালিপ্সু তোমরা সব সমান l
এখনো তোমার লক্ষ্যমাত্রা ধার্য সিংহাসনে
নির্বাচনের পরিনামে চলে অবাধে লুঠ,শোষণ
আমার ভারতে ব্রাত্যজনেরা মুক্তির দিন গোনে
প্রকৃত অর্থে যাদের তোমরা দিয়েছ নির্বাসন l