নেশা নেশা নেশা সাদা কালো
মোম মোম মোম জ্বালা আলো
প্রতীক,অথচ চারপাশে রোশনাই,
ঝিলমিল আলোর মিছিলে
ঘোর ঘোর দু-চোখের নীলে
তুমিও কি পথে এসেছিলে ?
চেয়ে দেখি পা'য়ে পা'য়ে এসেছে সবাই l
সকলে এসেছে শুধু তুমি আসো নাই l
দূরে দূরে দূরে বহুদূরে
নাম না জানা অচিনপুরে
ঘুরে ঘুরে সাড়া ভবঘুরে
উদাস দুপুর,সাঁঝ বাতিতে জোনাই l
নেশা নেশা মৃদু মৃদু আলো
সদালাপী কথা ভালো ভালো
তারপর শহর ঘুমালো
নকশীকাঁথার পূঁজি তুমি তুমি বাই,
চোখ মেলে চেয়ে দেখি আছে তো সবাই
আলোর বৃত্তে শুধু তুমি আসো নাই l
আলো আলো আলোর শিখরে
তাক তাক তাক লাগা ঘোরে
একা একা একা লাগে আলোর বড়াই,
মদালসা তন্দ্রা এ শীতে
ছুটি চাই,ছুটি বিপরীতে
বেরঙ্গীন চৌহদ্দিতে,
আঁধারের আলপথে তুমি আছো তাই l
আসো নাই যে আলোকে তুমি আসো নাই
পৌঁছে যাবই কাল আমরা সবাই l