ধর্মনগর ত্রিশূলের জয় গায়,
সাদা পায়রার ওড়া মানা,আব্বুলিশ,
পশুরা পেয়েছে মানুষের পরিচয়,
রান্নাঘরেতে ধর্মের কুর্নিশ l
মগজে খাটানো উদ্ধত সামিয়ানা,
পাঁজরের নীচে ভরা ভেদাভেদ বিষ,
উপাসনা গৃহে রাষ্ট্রের পরোয়ানা,
রক্তচক্ষু দেখায় অহর্নিশ lll
ঈশ্বর আজ শুধু টিঁকি দাড়ি ময়,
ধর্মের ষাঁড় দৌড়ায় রং রুটে,
গণতন্ত্রের চূড়ায় অবক্ষয়,
প্রতি ভোটে দেশ পিছিয়েছে ব্যাকফুটে!!!
ধর্মনগর চায় জঙ্গলরাজ,
আঙুলটা ফুলে পরিনত কলাগাছে,
তুলে ধরে যদি ত্রিশূল ফতোয়াবাজ,
গনতন্ত্রেরই ভূত দৌড়াবে পিছে l
জিগিরের বুকে হানো আজ প্রতিবাদ,
নইলে এ বিষ ছাড়বে না কাউকেই,
স্থান যদি নেয় হৃদয়ে এ মতবাদ,
দেখবে,রাম রাজত্বে রাম ছাড়া কেউ নেই l