তখনো কাঁটেনি আঁধার,পড়েনি ভোরে আজান
পূবের আকাশ দ্বিধাহীন নিয়ে এলো প্রমাণ
বিগতদিন
বীরের ভোগ্য পৃথিবী করেছে রক্তে স্নান ll
একটি বস্ত্রে ভিটেমাটিহারা, স্বপ্ন শেষ
তামাম দুনিয়া নীরবে দেখল নির্নিমেষ
সে খতিয়ান,
রইলো নিরুদ্দিষ্ট এক যে রাজার দেশ ll
দুপাশে শবের স্তূপকে সরিয়ে সুমুখে পথ
অপেক্ষমান বিপর্যস্ত ভবিষ্যত
হে উদাসীন,
নির্বাসনের সাক্ষী থাকল ভীরু জগৎ ll
নতুন বিশ্ব, মানবিকতার কি সংজ্ঞা ?
বাঁচার মূল্য দিল শত যোনি ও জঙ্ঘা
বিরামহীন,
ছিল অভিযোগ গুরুতর,তাঁরা রোহিঙ্গা ll
বছর ঘুরতে আসাম,যে পথে মায়ানমার
চিত্রনাট্য এক অবিকল,চমৎকার !
দুর্দশার,
হিসাব মেলালো নিভৃতে গঙ্গা-পদ্মাপাড় ll
আগ্নেয়গিরি ঘুমন্ত,বুকে জমেছে ক্ষোভ
দুচোখে স্বপ্ন কাঁটাতারহীন সফেদ গ্লোব
অবাস্তব ?
কাল তা সত্য,আজকে যা লাগে অসম্ভব ll
দিকে দিকে জ্বলে দাবানল,তার উড়েছে ছাই
সংকটে ঘেরা অস্তিত্বকে ডাকে লড়াই
তোলো আওয়াজ,
বিপদমুক্ত স্বদেশে পুনর্বাসন চাই ll