আমি তো সত্য সুন্দরের পূজারী
প্রভু এ নরক দেখে হয়ে গেছে চেনা l
চুরি,জোচ্চুরি,রাহাজানি,বাটপারি
প্রভু হে ! এরা তো কিছুই বাদ রাখে না l
চাদ্দিকজুড়ে মার মার কাট্ জারি
ছ্যা ছ্যা l এসব কী ! দিনভর লেগে যুদ্ধ ?
নবীজী,আমি তো সুন্দরের পূজারী
দেখেও দেখি না l মন করি পরিশুদ্ধ l
কী বললে? না না,সমাজ গেছে বিষিয়ে
আমার কে আছে l কেউ নেই তুমি ছাড়া l
আমি কী করেছি? ইয়ে মানে হলো গিয়ে
আমার রয়েছে ওপাড়ে যাওয়ার তাড়া l
আমি হলাম গে সুন্দরের পূজারী
সবই তোমার ইচ্ছে-অনিচ্ছায় l
আমি নিমিত্ত l আমি কী করতে পারি?
দেখেও দেখি না l আমার কী আসে যায় l
প্রভু তুমি ছাড়া আর কেউ জানবে না ,
তোমার সৃষ্টি দেখেছি বারংবার l
তেমন তো ভালো কিস্যুটি হচ্ছে না?
মানুষের মনে কী ভীষণ অহংকার l
দেখে শুনে টুনে এ মন দার্শনিক
ভয়ে তটস্থ,বেজায় আতঙ্কিত l
তোমার সৃষ্টি তুমি জানো ভুল ঠিক l
মানুষ হিসেবে আমি বড় লজ্জিত l
এতো বিষাক্ত মানুষের মাঝখানে
তুমি এসেছিলে কী কত্তে? কে জানে l