ও পায়ের নীচে প্রশস্ত রাজপথ,
দুপাশে দু জোড়া সশস্ত্র সেপাই,
এ পথ পেরিয়ে বেদনার সৈকত,
আঁধারেতে শুধু বেঁচে থাকার লড়াই l
ও চোখ দেখছে অমাবস্যায় চাঁদ !
এদিকে দুচোখে সেই খেটে খাওয়া দিন,
ও মনে ভেঙেছে ইচ্ছে ডানার বাঁধ !
এ বুকে স্বপ্ন অকস্মাৎ বিলীন l
ও মত একদা এ মতেই সায় দিত,
এ মতের পথ সংগ্রামী প্রাচীন l
যন্ত্রণা হয় প্রতিবারই ব্যবহৃত,
ক্ষমতা ভুলেছে দিন বদলের ঋণ !
ও মুখোশ খুলে পড়বেই,জানা ছিল,
এ মুখে শপথ একই রকম থাকা l
ও হাতে শাসন নিজের জাত চেনালো,
এ হাতের মুঠো দৃঢ় প্রত্যয়ে একা l
ও দিকে স্তুতির উৎসব ভীড় করে,
ও দিকে জীবন বাঁচে বড়ো মসৃণ !
ঈশ্বর জানে, এ দিকের প্রতি ঘরে,
বেঁচেছিল এরা মূল্য দিয়ে কঠিন l
এ দিকের প্রতি ও দিকের ঘৃণা বাড়ে,
জ্যান্ত পোড়ায় ও দিকের বিদ্বেষ !
বিস্মৃত হয় সন্ত্রাস বারে বারে,
এদেরও রাজ্য ! এদেরও তো এটা দেশ !
যতবার ওরা রক্ত ঝরাবে জেনো,
ধর্ম , বিকাশ , দেশদ্রোহের নামে !
যত দুর্গমই সে পথ হোক না কেন,
প্রতিবাদী ঝড় রুখবে তা সংগ্রামে l