সবাই ভাবছে মানুষের কথা শুধু,
মানুষের তরে সব প্রতিবাদী স্বর l
এত রাজনীতি,মিছিল,স্লোগান তবু,
মানুষ বেচারা কেবল নিরুত্তর lll
প্রতিশ্রুতিরা মানুষের গান গায়,
স্বপ্ন দেখায় দরদী ইস্তেহার l
শুধু পুরানো বোতল খোলসটা বদলায়,
উহ্যই থাকে মৌলিক অধিকার lll
সাবাস কবি ! সাবাস তোমার কলম,
রঙ বদলায় হাওয়া বুঝে এক ফাঁকে l
বিকিয়েছে কালি,লেখনী তোমার গোলাম,
যারা প্রান্তিক, সীমান্তে পড়ে থাকে lll
সব কন্ঠে কি মানুষের কথা মানায় ?
সব কলম কি আসল সত্যি জানায় ?
প্রেমের সুধা কি সব বসন্ত পায় ?
সব ব্যথাই কি চোখের পাতা ভেজায় ?