যবে,
এলে মোর দ্বারে
দু বাহু বাড়ায়ে
সঘন পূর্বরাগে !
আমি,
গিয়েছি সুদূরে
আসব না ফিরে
গহীন অস্তরাগে l

তুমি,
চাইছ আমার বল ?
ক্ষীণ আজ আমি,
আর নই দামী,
শূন্য আস্তাবল ll

শুধু,
হৃদয়েতে দিও ঠাঁই,
শত সহস্র চেতনার মাঝে
বিপ্লব ডেকে যাই ll