মাথার ওপর আগুনের লাভা,তপ্ত দিবাকর..
চারিদিকে শুধু বালি আর বালি,ধু ধু মরুপ্রান্তর,
ছায়া চাই!শুধু একটুকু ছায়া!দাবাগ্নি মরুময়,
কবুতর এক খুঁজেছিল ছায়া সুনিবিড় আশ্রয় l
মুক্ত পায়রা,শান্তির দূত,ছায়া খুঁজে ফেরে একা,
পথহারা এক আগন্তুকের সাথে হল তার দেখা l
পথ দেখাবে সে,পথিকের মনে এই ছিল অভিলাষ,
বিনিময়ে পাবে মুক্তির ছায়া,মিলেছিল আশ্বাস l
শ্রান্ত দু ডানা স্বপ্নে বিভোর,ফের বাতাসেতে ওড়ে,
পথ দেখালো সে ঊষর মরুতে নিজেকে উজাড় করে l
স্বপ্ন নগরী,স্বপ্নের দেশ,স্বপ্নেরই শুধু জয়,
স্থান হল তার প্রাসাদের ঘরে,উঁচু অট্টালিকায় !
মুক্ত ডানার বিহঙ্গ,তার একটু ছায়ার সাধ,
আর মুক্ত বাতাসে মুক্ত চিন্তা,মুক্তির আস্বাদ l
হায় কবুতর!ওড়ে আকাশেতে আজও প্রতিদিন ভোরে
মুক্ত বাতাসে উড়ে সে বেড়ায় আফিমের নেশা ঘোরে,
স্বাধীন স্বপ্ন পরাধীনতার ডানা খালি ঝাপটায়,
দিন শেষে ফেরে মুক্তির দূত প্রাসাদের খাঁচাটায় l