সাহারার ধু ধু তটে জল খুঁজে পাই মরীচিকা,
অকুল পাথার মাঝে আজও করি নাব্যতার খোঁজ,
আলো খুঁজি,চেতনার অনুভবে ঘোর বিভীষিকা,
বুভুক্ষু জীবন মাঝে বেকারত্বের বিদেহী অশৌচ l
প্লাবন আসে না আর এ বদ্ধ জলাশয়ে,
অঙ্কুরে বিনষ্ট হয় জীবনের সব সজীবতা,
তেত্রিশ ভাগ যে দেশের বেকারত্বে আজো আছে ছেয়ে
সে দেশের শব্দেরা মৌন,তা ভেবো না কবিতা ll
সিন্ধুর মাঝে থেকে আজও তৃষ্ণার জল খুঁজি,
অত্যুচ্চ শিখরে তবু ঝঞ্ঝাহত নয়নে ধোঁয়াশা,
ব-দ্বীপ এ জীবনের অন্ধকূপে শুধু মুখ গুজি,
উদ্বৃত্ত খাদ্যের দেশে ক্ষুধাই এখনও মাতৃভাষা l
উচ্ছিষ্ট ভর্তুকির খাদ্যে এখনও এ গুল্মলতা বাঁচে,
মাথা তুলে দাঁড়ালেই মাথাভারী,শুধু ঋণ দায়,
ক্ষুধার সূচকে যার দেশ আজও শতস্থান পিছে,
সে দেশে কবিতা নেই,কবি নামে ডেকো না আমায় ll