চোয়াল শক্ত,
গনগনে আঁচে ভাতের হাঁড়ির টগবগে ফুটন্ত জলের মতো ফিদায়েঁ জঙ্গি মন প্রত্যাঘাত হানতে তৈরী....
পাঁচ আঙুলের শক্ত করা মুঠোটায় সংগ্রামী সংকল্প l
রক্তের প্রতিটি কণায় উন্মত্ততার আস্ফালন !
দেহের প্রতিটি রোমকূপ,সুপ্ত অবচেতন আজ সজাগ
প্রতিবাদী সংগ্রামে উদ্বুদ্ধ করছে আমায় !
আমি দাড়িয়ে তোমার রক্তচক্ষুর সামনে,
সমস্ত ভয়ের পাহাড় অতিক্রম করে অসম স্পর্ধায় !
বজ্রপাতের মত যুগান্তকারী কঠিন আঘাত হানতে তোমার বৈষম্যের জগদ্দল সাম্রাজ্যে...!
       আমি প্রস্তুত......
       বিপ্লবী চেতনার মূর্ত প্রতিভূ রুপে.......

        ঘুম ভাঙ্গে....
        নতুন সকাল দরজায়....
        আমি জেগে উঠি.....
আমি আবার মিশে যাই একশো একুশ কোটি প্রেতাত্মার ভীড়ে......
        বিপ্লবের শর্ত ছিলো না এটা !!!