বহুরূপী ফিরে আসে বারে বার অচেনা মুখোশ পরে,
            সবহারাদের হৃত চেতনায়,
            দিন বদলের স্বপ্ন দেখায়,
আশার বানীরা ব্যাপক ছড়ায়,জনতার ঘরে ঘরে !!!
            আসে পালা বদলের দিন!
            সবাই  ভাবে  স্বাধীন,
বর্নচোরের  রঙ  বদলায়  ফ্যাসিস্ট  স্বৈরাচারে !!!
            আমার  কথাই  শেষ !
            এটা  মৌলবাদের  দেশ,
চরমপন্থা  গণতন্ত্রের  কন্ঠ কে  চেপে  ধরে !!!
            মৌলিক  অধিকার,
            ওটা  বড়ই  অবজ্ঞার,
দিন বদলের স্বপ্ন বাঁচার অধিকার খুঁজে ফেরে !!!
             তোমার কলম চলে?
             যেন আমার কথাই বলে,
জাতীয়তাবাদী উগ্রতা সব চেতনাকে রোধ করে !!!
             তোমার ধর্মাচার,
             যেন না হয় ধৃষ্টতার,
ধর্মাচরণ আমার শর্তে,আমারই প্রতিকারে !!!
             বিরোধিতা সংগ্রাম,
             আজ দেশদ্রোহের নাম!
গুম হয়ে যাবে নতুবা পচবে কারার অন্ধকারে !!!
             সাক্ষী ইতিহাস,
             যারা খেলেছে এই তাস,
যুগে যুগে তারা সাফ্ হয়ে গেছে জনতার দরবারে!!
             শরীরে শক্তি কম,
             তবু চলবে এই কলম,
সংগ্রাম আরো তীব্রতা পাবে প্রতিবাদে,ধিক্কারে !!!

               ※※※※※※※※※※※※※※