যদি বলো,
এত যে আগুন পোষো বুকে
প্রতিদিন ক্লান্তিহীন অপত্যসুখে
দিন বদলের বাসনায়,
কি দেবে আমায় ?
এভাবে কবিতা লিখে দিন বদলায় ?
তবে জেনো
শিরোনামে আজো সংবাদ
উন্নয়নের নীচে চাপা আর্তনাদ
আজো সংসদে ধুয়ো তোলে কফির পেয়ালা
আজো"গরিবি হঠাও" স্বপ্ন বেঁচে ফেরিওয়ালা
পৃথিবী,
এ বুকজোড়া ঝোড়ো বৈশাখী
দূরদর্শী দৃষ্টিকোণে তারি চিত্র আঁকি
একমুঠো সমাজতন্ত্র এখনো তোমায় দেওয়া বাকি,
এখনো তোমায় দেওয়া বাকি ll