পথের প্রান্তে তবুও পথিক নয়,
আলো খোঁজে অস্তিত্বের সংশয়,
আজো কর্ণেরা ব্রাত্যই নির্জনে,
জীবন খুঁজেছে বেঁচে থাকবার মানে l
খরস্রোতে নদী ভেঙেছে নিজের কূল,
ঘামে ভেজা শ্রম গুনেছে তার মাশুল !
স্বপ্ন নিজেকে বেচেছে জলের দামে,
মৃত্যু ঠিকানা জীবনের নীল খামে l
রক্তের ঋণ হারিয়েছে পরিচয়
চারিদিকে মুখ মুখোশের অভিনয়
আশার মমিরা চাপা আছে পিরামিডে,
জীবনের লাইন থেমে গেছে কারশেডে !
দিনের আলোয় কত তারা যায় ঝরে
অবসাদে,সয়ে অবহেলা অগোচরে l
দীর্ঘশ্বাস মেনে নেয় পরাজয়,
এভাবে বাঁচাটা জীবনের অপচয় !