আমি রাষ্ট্রধর্ম স্মরণ করিয়েছিলাম,
ওরা ধর্মরাষ্ট্রের করাতে আমার শিরোচ্ছেদ করে কবন্ধ আড়াআড়ি ব্যবচ্ছেদ করে দিল
তারপর রক্তমাখা কাটা মুন্ডুটা নিয়ে একবার এপাশ
একবার ওপাশ লাথালাথি করছে....
একবারও ভাবছে না ওটা টাইম বোমার পেন্ডুলামের মত বিস্ফোরনের প্রহর গুনছে... টিক টিক টিক টিক
আমি কিন্তু রাষ্ট্রধর্ম স্মরণ করিয়েছিলাম l