পাশাপাশি বাস দুইটি দালান বাড়ি
দুটি পরিবার হিন্দু মুসলমান l
উভয় বাড়ির মাঝে হৃদ্যতা ভারি,
ছিল একফালি সম্প্রীতির উঠান l
দু বাড়ির বুড়ো বেড়ায় সকাল সাঁঝে,
দু বাড়ির খোকা খুকী মাতে খেলায়,
গৃহিনীরা সব গৃহকর্মের মাঝে,
গল্প জমায় সাধের উঠানটায় l
পাতা ঝরা কাল কিম্বা বাদলা দিনে,
ভীড় করে যত আগাছার জঞ্জাল l
দু বাড়ির ঝাট নিত্য পড়ে উঠানে,
সাহচর্যের সাথে কাটছিল কাল l
সম্বৎসর ঈদ শারদীয়া আসে,
শীত বসন্ত মেলে ঐক্যের ডানা,
সুখে ও দুঃখে একে অপরের পাশে,
সাক্ষী থাকে মাঝের উঠানখানা l
আকস্মিক এই শান্ত জীবনস্রোতে,
অন্যধর্মবিদ্বেষী ভাইরাস,
সাম্প্রদায়িক বিভেদের ফাঁদ পেতে,
প্রাঙ্গণে পেল ছড়াবার অবকাশ l
হলো দু বাড়ির মাঝে স্তব্ধ বাক্যালাপ,
মনে হলো,সব যা ছিলো,তা ছিলো ভুল,
মনে হলো,হবে মুখদর্শনে পাপ ,
স্থির হলো,তোলা হবে উঠোনে পাঁচিল l
আসে নতুন সকাল আঁধার রাত পোহালে,
দু বাড়ির চোখে ঘুম ভাঙা বিস্ময়,
এ বাড়ির খোকা ও বাড়ির খুকী মিলে,
সহাস্যে খেলা করছে উঠোনময় ll