একখানি ভোর অন্যরকম দিচ্ছে বুঝি তাঁর ঘোষণা
সমস্ত নয় চাতক হৃদয় ঝর্ণাধারার একটি কনা l

এক ছায়াপথ পেড়িয়ে এসেও তারার দেশে আত্মভোলা
একটি তারা দূর গগনে,হাজার মনের খিড়কি খোলা
রাতের জোনাক সেও পেলো ডাক আলোটুুকু থাক আপনজনা
একটি মসীর পূর্ণশশীর শরীরজুড়ে নীল জোছনা l

একটি সড়ক স্বর্গ নরক জোব্বা মোড়া এক দরবেশ
বিদেহী l অধীর দুর্ব্বা ধুলোর পরশ পাগল একটি নিমেষ
পূরানো পূরব এক অর্ণব অসম্ভবের সম্ভাবনা
একটি তিমির প্রসব অধীর একখানি ভোর এ প্রার্থণা l