কথার কথারা মুখর সাগর তীরে
অথচ অধরা মাধুরী আবেশ হারা
আলেয়ারা আলো জ্বালে পদাতিক ভিড়ে
মেঘে ঢেকে যায় সাঁঝের সন্ধ্যাতারা l
পড়ে প্রচলিত প্রাচীন দেহাবশেষ
উদোম পাঁজর গলায় হাজার মোম,
তারপর মহা শূন্যে মিলালে রেশ
মুক্ত হস্তে ধর্ষিত ক্রোমোজোম l
কাগজে কলমে মানব ধম্মো সেরা
কথকতা, মনে গোঁড়ামি পাবে না ঠাঁই
নিঃশ্বাসে কালো বর্গীরা বাঁধে ডেড়া,
ওরা কেনো বেঁচে ? কেননা এখনো খাই l
অনভিপ্রেত নগ্ন কালি দোয়াত
নিকুচি করেছে সমাজের দর্পন,
"জ্ঞান" দিলে আজ জবাব তৎক্ষনাৎ
গঙ্গার জলে সংজ্ঞা বিসর্জন ll