অহল্যা চুপ কেন ? বিব্রত সখাত সলিল
অহল্যা চেয়ে দেখো,ইতিহাস লিখছে দলিল
দেখা হবে ফের কোনো শান্তির উপত্যকায়
অহল্যা আজ থাক l আজ দাও মুক্তি,বিদায় l
অহল্যা কাঁদছো কি ? মুছে ফেলো দু চোখের জল
অহল্যা কেঁদে-কেটে কারোর হয়নি মঙ্গল
অহল্যা এ সময় ভুলে যাবে হারানোর সুর
অহল্যা আজকাল ভুলে যাওয়াটাই দস্তুর l
অহল্যা কথা ছিল,গড়া হবে চাঁদের মিনার
অহল্যা আজ দেখি,সহসাই খাদের কিনার
খাদের কিনারে তবু নগন্য কিছু তোড়জোড়
অহল্যা আগামীকে দিয়ে যাব নতুন এক ভোর l