উঠতে বসতে উদ্যত তর্জনী
কার্যত তুই ছিলিস নিরুত্তর
পরিনাম দ্যাখ,কামদুনি থেকে ফেনী
এখনো অবলা? হতভাগী তুই মর l
সহ্যের ঘরে অসহ্য উৎপাত
হতভাগী তোকে দু'পায়ে দলেছে মারিয়ে
কখনো-সখনো এক-আধটা নুসরাত
প্রতিবাদ করে অকালে গিয়েছে হারিয়ে l
হতভাগী তুই চিনেছিস খালি খাঁচা
আশ্রিতা, চোখে ঘরকন্নার সুখ
অথচ তোদের দেখেই শিখেছি বাঁচা
তোদের মাঝেই খুঁজেছি দেশের মুখ l
হতভাগী আজ তোর কাছে বড় ঋণী
হতভাগী তুই একলা এগিয়ে চল
হৃদয়ে জ্বলুক ক্ষুব্ধ মাতঙ্গিনী
লড়ার মন্ত্র শিখে নিক দুর্বল ll
বিধাতাপুরুষ লিখেছেন শখ করে
এ লড়াই তোর একার,একলা লড়
হতভাগী তোর মৃত্যু দিক সজোড়ে
ঔদ্ধত্যের দু-গালে সপাটে চড় ll