তোমায় পেলেম সমান্তরাল-জিন্দাবাদ ও মুর্দাবাদ
গঠন মূলক পেলেম না l যা পেলেম,কেবল মূর্গ-আবাদ l
পেলেম তোমার হাজার মালিক,তাদের স্তাবক ও নাগপাশ
পেলেম তোমার ওপরওয়ালা l পেলেম না যা -তোমার দাস l
লব্জ হলো মা মাটি দেশ লব্জ মানুষ লব্জ প্রান
লব্জ সত্য কোরান পুরান l পেলেম তোমায় লবেজান l
লব্জ যখন সমস্ত সব,লব্জ যখন মুদ্রাদোষ
তোমায় পেলেম অন্ধকারে;জাগ্রত এক দুঃসাহস
পাখির ডানায় l আধার জানে আলোয় তোমায় পাওয়ার সাধ
যখন তোমার সমান্তরাল যখন তোমার মূর্গ-আবাদ l