সুনামীর ক্ষত বুকে জাগ্রত,অবশেষে ঝঞ্ঝার ক্রুর রসিকতা
শিরোনামে বন্দর,দুই পরগনা আর অবিচ্ছেদ্য চুপকথা,
আমার শহর কোলকাতা,
নীরব শহর কোলকাতা ll
ধানসিঁড়িটির তীর শূন্য অমরাবতী,মাঠে আছে মাঠের ফসল,
জানি মহামারী শেষে নিরন্ন হাহাকার,অন্তিম ক্ষুধা সম্বল l
জানি অপেক্ষারত বহু চিল-চিৎকার আর জরায়ুর কান্না
শোনাবে আর না,আর না l
ভগ্নহৃদয় আর ধ্বংসস্তূপের নীচে ক্ষণভঙ্গুর উদগাঁথা
আমার শহর কোলকাতা l
দমকা বাতাসে এক শোকের আবহ এসে ঘিরেছে নগর প্রান্তর
ভেঙে গেছে বহু খেলাঘর l
আষ্টেপৃষ্ঠে বাঁধা নোঙর ছিড়েছে আজ,বৈতরনীর পরপারে,
আঁধারের আলপথে বয়ে গেছে কিছু প্রান সকলের অজ্ঞাতসারে,
আমার বাংলা আজ রূপসী বাংলা নয়,মৃত শ্মশানের স্বাক্ষর
জানি এরপরও হবে অশ্রুমতীর কোলে অশালীন চাপান-উতোর,
তবু বিশ্বাস আছে,এখনো স্বপ্নে বাঁচে,প্রতি প্রানে ভাগ্যবিধাতা,
ভুঁইচাপা অগনিত জীবনের সংগ্রামে একটু একটু করে মাথা
তুলবে শহর কোলকাতা,
আমার শহর কোলকাতা ll