বহতা খেয়ার ধরম প্রবাহ,প্রবাহে গীতবিতান
খোঁজেনি ধরম সাগর দোলার সহস্র কোটি প্রান,
আসতে যেতেই জীবন পথের শুনতে পেলেম ডাক
আমরা কেবল ঘুরিয়ে নিজের ধরেছিলেম নাক l
এক যে ছিলেন পরমারাধ্য ভক্তি রসে স্থির
একদা যা ছিলো ভক্তি সহসা তা হল নাম জাহির,
কথার কথায় রইল মুখে অলীক একেশ্বর
একেশ্বরের ছায়ায় পেলেম রুদ্ধ বহুস্বর l
ধরম আমার জীবন ধরম,বলতে ছিলো না গ্লানি
পিপাসা কাতর চকোরের কাছে যাহা জল তাহা পানি,
এক সমুদ্র জীবন আমার বৃথাই দিলে ডাক
আমরা কেবল ঘুরিয়ে নিজের ধরে গেলেম নাক l