অতঃপর নির্বাচনী বিউগল,নগ্ন প্রচার
জনতার কাঁধে চেপে হতে হবে বৈতরণী পার
পথসভা সমাবেশ পদযাত্রা প্রযুক্তি এবং
দিবারাত্র রাস্তাঘাটে তারস্বরে পোস্টে বাজে চোঙ
ওষ্ঠে সম্মোহনী বার্তা "আমাদের ভোট দ্যান যদি
গড়ব সোনার দেশ এমন এক" ইত্যাদি ইত্যাদি,
আমার উন্মুক্ত নেত্রে এদেশের হৃদয়ের ভাষা
প্রভূত অগ্রগতি অথচ আত্মঘাতী চাষা
বেড়ে চলা কর্মহীন লক্ষ কোটি যুবক যুবতী
প্রত্যন্ত দলিত্ গ্রামে চোখে পড়ে তীব্র অসঙ্গতি
গ্রামীন ভারত দেখি নতজানু,পৃষ্ঠে কষাঘাত
নিঃশ্বাস প্রশ্বাসে শাখা প্রশাখা মেলেছে জাতপাত,
প্রতিশ্রুতি শুনে শুনে বীতশ্রদ্ধ,কানে লাগে তালা
মনে হয় এদেশ এক বেদনার সংগ্রহশালা l
অচিরে ভাঙছে ঘুম,নিশ্চিত এ ক্ষমতা নির্দয়
ক্ষুধিতের ভাত মেরে যথেচ্ছ অর্থ অপচয়,
ক্রমাগত পরিস্কার,নীতি একঃ স্বজন পোষণ
রন্ধ্রে রন্ধ্রে মূলমন্ত্রঃ নিষ্ঠুর পরোক্ষ শোষণ,
চরম আক্রোশে ধরি শূন্যে তুলে মুষ্টিবদ্ধ হাত
বন্ধ্যা রাজনীতি,একবার দেব শেষ প্রত্যাঘাত,
শ্বাপদসংকুল পথ,তবু যদি হও সোচ্চার
বিশ্বের যে প্রান্তে থাকো,জেনো তুমি কমরেড আমার ll