হ্যা তে হ্যা মিলাও,প্রচুর সুখ সুবিধে
ইদানিং না বলাটা অসংগত,
রা যেন না কাড়ে পাহাড় প্রমান খিদে
রা যেন না কাড়ে জমাট রক্ত ক্ষত l
বুকের বাদিকে কান্না মেশানো ঘাম
অনেক তো হোলো l এবার অন্য দিন l
না হয় এবার হয়ে যাক দরদাম,
রা যেন না কাড়ে যে জীবন সঙ্গীন l
হ্যা বলো যে আজ সেবাই তোমার ব্রত
ভ্যানত্যাড়া নয় l বলো আজ সোজাসুজি
তুমি কোনদিকে l না বলা অসংগত
বলো এ বাজারে"মানুষ তোমার পূঁজি l"
বলে ফ্যালো তুমি আমার দিকের লোক
বলো যে সমতা সোনার পাথর বাঁটি l
রা যেন না কাড়ে ঘাসেরা অনর্থক
নাহলে দোকান,দেশের ব্যবসা মাটি l