গেঁয়ো যোগী তুমি না হয় পথেই নামো
ভিনদেশী পাখিরাও তো এসেছে ফিরে
ওখানে প্রচার বেশী,তুমি পথ ভাঙো
কেউ ফেরাবে না তোমায় নষ্টনীড়ে ll
তোমার ঠিকানা অজানা পথের বাঁকে
গলদঘর্ম,বেবাক ধরপাকড়,
তোমার খবর সংখ্যার রাখ ঢাকে
গেঁয়ো যোগী তুমি অনাহুত যাযাবর ll
কোন সে রাজ্য,কোথায় তোমার বাড়ী ?
পিছনে নিহত পরিজন জনাকয়,
সামনে পেয়েছো জনপদ সারি সারি
তবু রেল লাইন,গাছতলা আশ্রয় !
চলতি হাওয়ায় বিশ্রাম বিশ্রাম
অদূরে নিশীথ ঘনালো আস্তে আস্তে
খোলা আকাশের নীচে বুঝি বিধি বাম
মরন চেনালো জীবনকে ভালোবাসতে ll
শ্রমিক দিবস এলো আর গেলো চলে
পায়ের তলায় তপ্ত রাজ সড়ক,
খর বৈশাখ কানে কানে দিলো বলে
শ্রমের মজুরী,এখনো মেলেনা হক ll
সুমুখে তোমার হিমশৈলের চূঁড়ো
তোমার সহায় এখানে কেবল তুমি,
কেউ জানবে না,জোটেনিকো খুদ-কুড়ো
অথচ এটাই তোমার স্বদেশভূমি ll
পৃথিবী করুক পৃথিবীর শুশ্রুষা
এই দাবানল থামলে অতঃপর,
আবার তোমায় ডাকবে নতুন ঊষা
আজ পথ হাটো সৃষ্টির কারিগর ll