মা,
ইদানিং ডেমোক্রেসি যখন প্রগ্রেসিভ স্যাটেলাইটে বিশ্ব ভ্রমনে ব্যস্ত
আমার ইঁদুরদৌর তোমার কক্ষপথ ঘুড়েই থমকে দাড়াল,
চোখ বুঁজতেই
শতচ্ছিন্ন কাপড়ে তোমার আজীবন হেঁসেল ঠেলার লড়াই আবার স্মরণ করালো,
রুক্ষ মাটির দেশে
থেমে থাকা পাপ ! থেমে থাকা পাপ !

তুমি কাঁদছ ?
কেঁদো না...কেঁদো না...
তুমি তো রুপকথার সেই দুয়োরানী,
যাঁর শেকল ছেড়ার পরও অগনিত সন্তান হেরোর দলে
আজ প্রতিযোগিতার পেছনের সারিতে দাড়িয়ে
ঠিক কতটা ভালোবাসি,বলতে পারবো না...
শুধু শেষ সম্বল পথকে সাক্ষী রেখে কথা দিলাম
না থামা ইস্তক
অক্লান্ত সৈনিক হৃৎপিন্ডটি উৎসর্গীকৃত থাকবে তোমার নামে l

ওরা জানে, বিজয়ীরা ইতিহাস লেখে
জানে না,
সে ইতিহাসের ভিত কারা গড়েছিল l