(১)
চলছে যুগের এটাই হাওয়া,
কেউ চলে না সোজা !
সবাই নিজের বোঝে ভালো,
অন্যরা সব বোঝা !!!
আস্তিনে তাস লুকিয়ে থাকে,
কেউ নয় আজ বোকা !
ভাগের কড়ি কেউ দেবে না,
সবাই খাবে একা !!!
(২)
কাঁধের পাহাড় ডিঙ্গিয়ে চড়ে,
নীতিবাদের কেতা !
চলছে ব্যবসা জনসেবার,
গলার জোড়ে নেতা !!!
রঙিন স্বপ্নে আসছে সুদিন,
আমজনতা বুঁদ !
অন্তরালে সিঁধ কেটে কেউ,
গুনছে লাভের সুদ !!!
(৩)
ছুটছে জীবন দিগ্বিদিকে,
সময় বড়ই কম !
স্থবির রক্ত পিছে পড়ে থাকে,
স্থান বৃদ্ধাশ্রম !!!
ছুটে চলা কত জীবনের রঙ,
মুহূর্তে বদলায় !
সময়ের দাবী মেনে নিয়ে কত,
বসন্ত ঝড়ে যায় !!!
(৪)
যুগের হুজুগে জীবনটা যদি,
কিছু অবসর পায়,
স্মৃতির অতলে ডুবে যদি আজ,
পিছন ফিরে তাকায়,
দেখে শৈশব সুখস্মৃতিদের,
হাতছানি দিয়ে ডাকা !
ঘুম ভাঙলেই ছাদের নীচেতে,
জীবনটা বড় একা !!!