কবিতা তোমার যন্ত্র নাকি ?
         নিয়মের জালে বাঁধতে চাও !
ভাবের প্রকাশ রুদ্ধ হলে,
         নিয়ম কানুন গুড়িয়ে দাও l