হাট খোলা দ্বার,আধ বোজা চোখ,ছোট্ট কুটীর কি জানতো
চোত বোশেখের স্নিগ্ধ সমীর শেষ বিকেলে অশান্ত l
পৌষ ফাগুনের আমন্ত্রনে শহর নগর গন্ডগ্রাম
রং তামাশার রংমহলে খোলামকুচি একটি নাম l
খোলামকুচি,খোলামকুচি,কালকে যাঁরা দিন আনতো
ছোট্ট কুটীর জানতো না হায়,--বাতাস ভীষণ অশান্ত l
কালকে যাঁদের নগ্ন দাওয়ায় হরেক রকম বিজ্ঞাপণ
রান্নাবাটির ঝগড়াঝাটির আজকে শান্তি স্বস্ত্যয়ন l
পেট জানে না দেশ আগে না একটু পান্তা খানিক নুন
দেশ জানে আজ সবচে সস্তা বোধহয় খোলামকুচির খুন l
কেউ কবরে কেউ বা চিতায়,খোলামকুচি ঘুমন্ত
দিন আসে যায় ঠিক এভাবেই l খোলামকুচি দিন আনতো l
খোলামকুচি জানলো না আর জানলো না তাঁর টালির ঘর
রংমশালের ফল্গুধারায় স্বদেশ যে তাঁর স্বনির্ভর l
আজকে খবর,কালকে স্মৃতি খোলামকুচি,গন্ডগ্রাম
ফি বছরের রোজনামচায় খোলামকুচি রোজ নিলাম l
তপ্ত হাওয়ায় হার মেনে যায় ঐ কাঁটাতার,সীমান্ত
খোলামকুচি হয়না তবু ফাটকাবাজির যুগান্ত l
গোল কোরো না,নিদ্রা গেছেন দিনবদলের সওদাগর
খোলামকুচি পুতুল হাতের,দেশটা তাঁদের খেলার ঘর l