প্রভু তোমায় লিখে যাই,
বিচার তোমার,তোমার বিধান,
সবাই তোমার করে জয়গান,
তোমার সৃষ্টি সুখের পিপাসা মিটিয়ে,
আঁধারে দিন কাটাই!
প্রভু, তোমার খুশির মূল্য চোকাতে,
নষ্ট হয়ে যাই !!!
প্রভু আলোর দিশা কই,
ঘরের অভাব পথ চেনালো,
অন্ধ গলির নিয়ন আলো,
শুধু শয্যায় সব বাসলো ভালো,
ফেরার যে পথ নাই!
প্রভু,তোমার দেওয়া ব্যথার দানে,
নষ্ট হয়ে যাই !!!
প্রভু বাঁচার যে ঠাঁই নাই,
ছোট্ট শিশু, বৃদ্ধা কি দীন,
আমার সকল ইচ্ছা বিলীন,
তোমার গড়া জগত দেখে,
কেবল শরীরটাই,
প্রভু,সবার ক্ষিদের খোরাক আমি,
নষ্ট হয়ে যাই !!!
প্রভু পরিশেষে লিখে যাই,
এমন একটা গড়ো ভুবন,
যেথা আমার ইচ্ছে পায় যেন মান,
জন্মায় যেন নারী সন্তান,
কোন ভয় ছাড়াই !
প্রভু, একটা জীবন দিও,
প্রাপ্য মর্যাদা যেন পাই!!!